Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরিদের পক্ষে সংহতি প্রকাশ মার্কিন নারী কংগ্রেস সদস্যের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরিদের পক্ষে সংহতি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নারী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তিনি বলেন, চলমান অবরুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের। এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা কাশ্মীরিদের মানবিক মর্যাদার পক্ষে দাঁড়িয়েছি। যার মধ্যে রয়েছে তাদের গণতন্ত্র, সাম্যতা এবং সবার জন্য মানবাধিকার। সেখানকার সহিংসতা ও অত্যাচারের বিষয়টিতে জোর দিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সেখানে যোগযোগ বিচ্ছিন্ন ও জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে। তিনি এক ব্যবহারকারীর একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে কাশ্মীরে সংহতি পদযাত্রায় অংশ নিতে লোকজনদের দেখা যায়। ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ