Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে বিভক্তির রাজনীতি কাজে আসবে না : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

পশ্চিমবঙ্গে বিভক্তির রাজনীতি কাজে আসবে না বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, আমাদের রাজ্যে সবাইকে স্বাগত জানায় আর প্রত্যেকে এখানে আতিথেয়তা পায়। কিন্তু এখানে কোনও বিভক্তির রাজনীতি আনবেন না...পশ্চিমবঙ্গে এটাতে কাজ হবে না। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র সভাপতি অমিত শাহ। আসামের পর এবার পশ্চিমবঙ্গেও নাগরিক তালিকা (এনআরসি) করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। অমিত শাহ অভিযোগ করেন, নিজের ভোট ব্যাংক সুরক্ষিত করতে এনআরসি নিয়ে ভীতি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। একই দিন দক্ষিণ কলকাতায় একটি প‚জা উদ্বোধনের সময় মমতা বলেন, দয়া করে ধর্মীয় বিভাজনের রাজনীতি ছড়াবেন না। মানুষের মাঝে ফাটল ধরাবেন না। পশ্চিমবঙ্গ বহুকাল ধরে ভিন্ন ভিন্ন বিশ্বাসের মানুষদের শ্রদ্ধা জানানোর জন্য সুপরিচিত। এটা কখনোই নষ্ট হবে না। গত মাসে দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ওই সাক্ষাতের সময় নাগরিক তালিকার বিষয়টি উঠে আসে। বৈঠকে আসামের নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষের বাদ পড়ার বিষয়টি তুলে ধরে অমিত শাহকে মমতা বলেন, এর মধ্যে অনেকে প্রকৃত ভারতীয় নাগরিক বাদ পড়েছে। ফলে এই তালিকা পশ্চিমবঙ্গে করার দরকার নেই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ