Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে তারাবিহ’র হাফেজদের মধ্যে হিফ্জ প্রতিযোগিতার আয়োজন

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গুলশান, বনানী, বারিধারা, ভাটারা, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, খিলক্ষেত, এয়ারপোর্ট, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও উত্তরা এলাকার মসজিদসমূহের খতমে তারাবির হাফিজ সাহেবদের মধ্যে দু’টি গ্রুপে যথা-‘ক’ গ্রুপ অনূর্ধ্ব ১৫ বছর এবং ‘খ’ গ্রুপ ১৬ বছর থেকে তদূর্ধ্ব, গুলশান সেন্ট্রাল মসজিদে আগামী ১৯ রমজান শনিবার সকাল ১০.০০ (দশটা) হতে বিকাল ৪.৪৫ (চারটা পয়তাল্লিশ মিনিট) পর্যন্ত হিফ্্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের মধ্যে উভয় গ্রুপে ১ম হতে ৫ম স্থান অধিকারীদের নগদ অর্থ ও পুরস্কার এবং ৬ষ্ঠ হতে ৮ম স্থান অধিকারীদের উৎসাহ পুরস্কার দেয়া হবে। তা ছাড়া আমাদের হাফেজিয়া মাদরাসার উত্তীর্ণ হাফেজদের পাগড়ি প্রদান করা হবে। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুফাস্সিরে কুরআন, আলহাজ মাও. মাহবুবুর রহমান, মুহাদ্দিস মহাখালী হুসাইনিয়া দারুল উলুম মাদরাসা ও খতিব পূর্ব রাজাবাজার জামে মসজিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে তারাবিহ’র হাফেজদের মধ্যে হিফ্জ প্রতিযোগিতার আয়োজন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ