Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা অপরাধে জেল খাটছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : বিনা অপরাধে ছাগলনাইয়ার রিকশা চালক ষাটোর্ধ্ব এক বৃদ্ধ ৭ দিন যাবত জেলে মানবেতর জীবনযাপন করছে। অথচ যে অপহরণ মামলায় বৃদ্ধ সুলতান আহাম্মদ জেল খাটছেন, সেই অপহৃতা তার চিকিৎসক স্বামী মামলার বাদীকে নিয়ে দিব্যি আরামে ঘর সংসার করছেন। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাগলনাইয়ার মানারাত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরীয়ত উল্লাহ মজুমদার পিন্টুর স্ত্রী ৪ সন্তানের জননী (৩০) তার ব্যক্তিগত গাড়ী চালক ফারুকের সাথে দীর্ঘদিন যাবত পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে। পরকীয়ার সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়লে তাদের একাধিকবার সতর্কও করা হয়। এক পর্যায়ে গত ৮ জুন ভোরে ফেনীর বাসা থেকে স্বামী সন্তানদের ঘুমে রেখে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চিকিৎসকের স্ত্রী ফারুকের হাত ধরে পালিয়ে যায়। ঘটনার দিন ডাঃ পিন্টু বাদী হয়ে ফেনী মডেল থানায় ফারুকের বিরুদ্ধে তার স্ত্রীকে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করে। পুলিশ ওই দিন রাতে ফারুকের পিতা রিকশা চালক সুলতান আহাম্মদকে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া নদীরকূল গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে জেলহাজতে পাঠায়। ঘটনার ৪ দিন পর ডাঃ পিন্টু স্ত্রীকে অজ্ঞাত স্থান থেকে তুলে নিয়ে এসে ঘর-সংসার করছে অথচ অপহৃতাকে কোর্টেও হাজির করা হয়নি। ছাগলনাইয়া পৌরসভার ৪নং ওয়ার্ড (বাঁশপাড়া নদীর কূল, উত্তর পানুয়া) ছলিম উল্যাহ ভূঁঞা হুমায়ুন জানান, যেহেতু ডাঃ পিন্টুর স্ত্রী ৪ সন্তানের জননী হওয়াতে প্রচলিত আইনে তিনি একজন সাবালিকা। তাকে মিথ্যা ভালোবাসার প্রলোভন দেখানো কিংবা ফুঁসলানোর কোন যুক্তিকতা নেই। ফারুকের পিতা সুলতান আহাম্মদকে অন্যায়ভাবে জেল খাটানো হচ্ছে। আমরা শুনেছি ডাঃ পিন্টুর স্ত্রী তার সাথে আপোষ করে ফেলেছে। সুলতান আহাম্মদ রিকশা চালিয়ে পরিবার চালালেও বর্তমানে পরিবারের ৫ জন সদস্য না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ডাঃ শরিয়ত উল্যাহ পিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার স্ত্রী এখন তার সাথে রয়েছেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনা অপরাধে জেল খাটছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ