নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শুরু থেকে এতদিন বেঙ্গালুরুতেই হয়েছে আইপিএলের নিলাম। প্রথা ভেঙে ২০২০ সালের আইপিএলের নিলাম হবে কলকাতায়। প্রথমবারের মতো কলকাতায় হতে যাওয়া আইপিএলের নিলামের দিনক্ষণ ঠিক করা হয়েছে এ বছরের ১৯ ডিসেম্বর।
এবারের নিলাম অবশ্য অতীতের মতো বড় মাপের হবে না। আগামী বছরের আইপিএলের পর সব ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল গঠন করবে। ছেড়ে দেওয়া হবে সব ক্রিকেটারকে। ২০২১ সালের আইপিএলের আগে ফের হবে বড় নিলাম। নিলামের আগে ক্রিকেটার কেনাবেচার জন্য উইন্ডো খোলা থাকবে ১৪ নভেম্বর পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৫ কোটি রুপি। তবে গত মৌসুমের নিলাম থেকে ভারসাম্য রাখার জন্য অতিরিক্ত আরো ৩ কোটি রুপি খরচ করতে পারবে সব ফ্র্যাঞ্চাইজি।
এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারবে দিল্লি ক্যাপিটালস (৮.২ কোটি রুপি)। তাদের পর রয়েছে রাজস্থান রয়্যালস (৭.১৫ কোটি), কলকাতা নাইট রাইডার্স (৬.০৫ কোটি), সানরাইজার্স হায়দরাবাদ (৫.৩ কোটি), কিংস ইলেভেন পাঞ্জাব (৩.৭ কোটি), চেন্নাই সুপার কিংস (৩.২ কোটি), ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স (৩.০৫ কোটি)। সবচেয়ে কম খরচ করতে পারবে রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু (১.৮ কোটি)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।