Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানসহ শৃঙ্গ জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সবসময় নিজেদের ভক্তদের কোনও না কোনও চমক দিতে চান ভারতের অভিনেত্রী সমীরা রেড্ডি। মাস দু’য়েক আগে সদ্য মা হয়েছেন তিনি। এরপরে লাইমলাইটে ফিরেই ফের চমক দিলেন তিনি। ৩৫ বছরের এই অভিনেত্রী জয় করলেন কর্নাটকের দীর্ঘতম শৃঙ্গ মুল্লায়ানাগিরি। এই পর্যন্ত যারা এই ডাকাবুকো অভিনেত্রীকে চেনেন তাদের কাছে এটি চমকের বিষয় ছিল না। চমক হচ্ছে, সমীরা পাহাড়ে ওঠার সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন তার মাত্র ২ মাস বয়সী মেয়েকে। মায়ের কোলে করে পাহাড়ে ওপরে উঠে পড়ল ছোট্ট মেয়ে নায়রাও।

সোমবার সমীরা একটি ভিডিওতে মুল্লায়ানাগিরি পাহাড় চ‚ড়ার মনোরম দৃশ্য শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে তিনি তার বাচ্চা মেয়েকে কোলে নিয়েই সেখানে উঠেছেন। সমীরা লেখেন, ‘নায়রাকে স্ট্র্যাপ দিয়ে বেঁধে নিয়ে মুল্লায়ানাগিরিতে ওঠার চেষ্টা করছিলাম। আমাকে মাঝেমধ্যেই মাঝপথে থামতে হচ্ছিল কারণ আমি খুব শ্বাস ছাড়ছিলাম! এটি ৬৩০০ ফুট উঁচু। এটি কর্ণাটকের উচ্চতম চূড়া।’ নিজের পোস্টে সমীরা জানিয়েছেন, তিনি নতুন মায়েদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছেন, যারা তার এই অভিযানের থেকে অনুপ্রাণিত হয়েছেন।
সমীরা রেড্ডি ২০১৩ সালে অক্ষয় ভার্দেকে বিয়ে করেন এবং তার বিয়ের পরেই তিনি অভিনয় ছেড়ে দেন। ২০১৫ সালে এই দম্পতির জীবনে আসে তাদের প্রথম সন্তান হান্স ভার্দে। অভিনেত্রী ‘ট্যাক্সি নং ৯২১১’ এবং ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’র মতো ছবিতে অভিনয় করেন। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ