Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইওয়ানে সেতু বিধ্বস্ত, নিখোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

তাইওয়ানের সুয়াও শহরের পার্শ্ববর্তী নদীর ওপরের সেতু দিয়ে একটি তেলবাহী ট্যাংকার পার হওয়ার সময় সেতুটি ধসে পড়ে। ট্যাংকারটি মাছ ধরার কয়েকটি নৌকার ওপর গিয়ে পড়ে, এতে বেশ কয়েকজন নিখোঁজ হয় বলে স্থানীয় কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিবেদনে বরাতে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সেতুটি ধসে পড়ার সঙ্গে সঙ্গেই নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করা হয়। মঙ্গলবার সকালের এ ঘটনায় ওই ট্যাংকারটির চালক ও মাছ ধরার নৌকার কয়েকজন কর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষগুলো জানিয়েছে। তাইওয়ান নিউজের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৩৭ মিটার দৈর্ঘ্যের নানফাং’আও সেতুটি স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে ধসে পড়ে। প্রাথমিকভাবে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তাইওয়ানের স্বরাষ্ট্রমন্ত্রী সু কুয়ো ইয়াং ফরমোজা টেলিভিশনকে জানিয়েছেন। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। দুই জন উদ্ধারকর্মীও আহত হয়েছেন। রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ