Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গুলিবিনিময়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। নিয়ন্ত্রণ রেখায় পাক-ভারত সেনাদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনায় এখন পর্যন্ত দু’জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ছয় জন। সীমান্তে গুলির ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতের উপ হাইকমিশনারকে তলব করেছে ইসলামাবাদ। ভারতের দাবি, রোববার টানা দ্বিতীয়দিনের মতো অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের পুঞ্চ জেলায় বিভিন্ন নিরাপত্তা চৌকি ও আবাসিক এলাকায় মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনারা। এতে ১২ বছরের এক কিশোরসহ বেশ কয়েকজন আহত হয় বলেও দাবি তাদের। পাল্টা অভিযোগ পাকিস্তানের। তাদের দাবি, ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে নিয়ন্ত্রণরেখার নাকওয়াল সেক্টরে মর্টার ট্যাংক থেকে গোলাবর্ষণ করে। এতে এক বৃদ্ধা ও কিশোর নিহত হয় বলে জানায় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর। তবে ভারতের হামলার জবাব দেয়ার কথা স্বীকার করে পাকিস্তান। সীমান্তে ব্যাপক গোলাগুলির পর ইসলামাবাদে নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের অস্ত্রবিরতি লঙ্ঘন অঞ্চলটির নিরাপত্তা ও শান্তির জন্য মারাত্মক হুমকি বলে ভারতকে সাফ জানিয়ে দেয়া হয়েছে। এনডিটিভি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ