মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গণতন্ত্রের দাবিতে গত প্রায় তিনমাস ধরে আন্দোলনে উত্তাল হংকংয়ে নিরবে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে চীন। বিদেশি দূত ও নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, হংকংয়ে বর্তমানে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি চীনা সেনা মোতায়েন রয়েছে। বেইজিং গত মাসে সব সীমান্ত দিয়ে হংকংয়ে হাজার হাজার সেনা পাঠিয়েছে। এর ব্যাখ্যায় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হংকংয়ের নিরাপত্তা ব্যবস্থায় মূলভূখন্ড থেকে যে অল্প কিছু সেনা মোতায়েন করা হয় তাদের ‘দায়িত্বের পালায় নিয়মিত পরিবর্তনের’ অংশ হিসেবে নতুন সেনা নগরীতে প্রবেশ করেছে। চীনের মূলভূখন্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে গত জুনে হংকংয়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে ‘সম্পূর্ণ বাতিল’ ঘোষণা করার পরও আন্দোলন থামানো যাচ্ছে না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।