নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগের দিন দারুন ব্যাটিংয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন জহুরুল ইসলাম, সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুন। তিনজনই ফিফটি পেলেও নার্ভাস নাইনটিজে কাটা পড়েন জহুরুল ও মিঠুন। সেই শক্ত ভিতে দাঁড়িয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। ফিরেছেন থিতু হয়ে। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে বাংলাদেশ ‘এ’ দলের দিন কেটেছে হতাশায়। শ্রীলঙ্কা ‘এ’ দলের নিতে পেরেছে কেবল দুই উইকেট। গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২০৪ রান। কামিন্দু মেন্ডিস ৭৯ ও আশান প্রিয়ঞ্জন ৫ রানে ব্যাট করছেন। এখনও ১৫৬ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
বোলিংয়ে বাংলাদেশ সাফল্য পায় শুরুতেই। পাথুম নিশানকাকে এলবিডব্লিউ করে বিদায় করেন ইবাদত হোসেন। দেড়শ রানের জুটিতে দলকে পথ দেখান সঙ্গিত কুরে ও মেন্ডিস। শেষ বেলায় গিয়ে জুটি ভাঙেন মিরাজ। সেঞ্চুরি করার পর অফ স্পিনারের বলে সৌম্যর হাতে ধরা পড়েন কুরে। ভাঙে ১৬৫ রানের জুটি। ১৫১ বলে ১৫ চারে ১০৪ রান করেন লঙ্কান ওপেনার। দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন মেন্ডিস ও প্রিয়ঞ্জন।
এর আগে মাহিন্দা রাজাপাকাসে স্টেডিয়ামে ৬ উইকেটে ২৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই ফিরে যান সৌম্য। এরপর শুরু হয় মিরাজের লড়াই। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে নিয়ে যান সাড়ে তিনশ রানে। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে এই অফ স্পিনিং অলরাউন্ডার করেন ৫৭ রান। তার ১১৪ বলের ইনিংস গড়া ৭ চারে। ৪৮ বল খেলে ৮ রানে অপরাজিত থাকেন আবু জায়েদ। বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ৩৬০ রানে।
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস : (আগের দিন ২৭০/৬) ১২০.১ ওভারে ৩৬০ (সৌম্য ২৪, মিরাজ ৫৭, রানা ৮, আবু জায়েদ ৮*, ইবাদত ৭; বিশ্ব ১/৭৯, অশিথা ৩/৫৯, পুস্পকুমারা ১/৯৪, রমেশ ৩/৫৭, প্রিয়াঞ্জন ১/৩৪, কামিন্দু ০/১৫, বান্দারা ০/১৮)।
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস : ৫৫ ওভারে ২০৪/২ (নিশানকা ১৪, কুরে ১০৪, মেন্ডিস ৭৯*, প্রিয়ঞ্জন ৫*; আবু জায়েদ ০/৩৭, ইবাদত ১/২৮, রানা ০/৪০, মিরাজ ১/৬৮, মিঠুন ০/১৬, সৌম্য ০/১৪)।
দ্বিতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।