Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রেজার-প্রাইস ও ফেলিক্সের ইতিহাস

বোল্টকে পেছনে ফেলে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটারে চারটি সোনা জিতে অনন্য কীর্তি গড়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। জ্যামাইকার এই নারী অ্যাথলেট পেছনে ফেলেছেন এই ইভেন্টে তিনটি করে স্বর্ণপদক জেতা তার স্বদেশি কিংবদন্তি উসাইন বোল্ট, যুক্তরাষ্ট্রের কার্ল লুইস ও মরিস গ্রিনকে। গতকাল কাতারের দোহায় মৌসুমের সেরা ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ৩২ বছর বয়সী ফ্রেজার-প্রাইস। ব্রিটেনের দিনা আশার-স্মিথ ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে রুপা ও আইভরি কোস্টের মারি-জোসে টা লু ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান। প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেননি ফ্রেজার-প্রাইস। গত বছর ট্র্যাকে ফেরেন তিনি। দোহায় তোলেন গতির ঝড়।

বোল্টের আরও একটি রেকর্ড ভাঙা পড়েছে এবারের আসরে। তবে তা যৌথ নয়, একক রেকর্ড। ২০১৭ সালে অবসরে যাওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১১টি সোনা জিতেছিলেন বোল্ট। তাকে ছাপিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট অ্যালিসন ফেলিক্স। পাঁচটি ইভেন্ট মিলিয়ে তার স্বর্ণ পদকের সংখ্যা এখন ১২টি। ফ্রেজার-প্রাইসের মতো ৩৩ বছর বয়সী ফেলিক্সও মা হওয়ার কারণে লম্বা বিরতি নেন। তিনি ট্র্যাকে ফেরেন গেল জুনে। এদিনই যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বরেকর্ড গড়ে ৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা জেতেন ফেলিক্স ও তার সতীর্থরা। তারা সময় নেন মাত্র ৩ মিনিট ০৯.৩৪ সেকেন্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ