Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টিতে বিপর্যস্ত ভারতে ১৩৪ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত তিনদিনে ১৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ-ত্রাণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্যায় হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে ২২টি আন্তঃরাজ্য ট্রেন বাতিল করা হয়েছে। হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, পাটনাসহ রাজ্যের অধিকাংশ জায়গাতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। দেশটির আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির প‚র্বাভাস দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে পাটনায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রবল বর্ষণে ব্যাহত হচ্ছে ওই রাজ্যের রেল সেবা। পাটনা স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। বন্যার কারণে ২৫টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেয়া হয়েছে। বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করতে বিমান বাহিনীর কাছে আবেদন করেছে বিহার সরকার। এছাড়া উদ্ধার কাজে সহায়তা দেশটির বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বন্যাকবলিত এলাকাগুলোতে সহায়তা দিতে ও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ভারতের জাতীয় আবহাওয়া দফতর স‚ত্রে জানানো হয়েছে, চার মাসের মৌসুমি বৃষ্টির মাস সোমবার শেষ হলেও, মৌসুমী বায়ু রাজস্থান, বিহার ও উত্তরপ্রদেশের উপর এখনও সক্রিয় রয়েছে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ