মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমা দেশগুলোতে হিজাব পরার কারণে মুসলিম নারীরা বিভিন্ন সময়েই বৈষম্যের শিকার হন। হিজাবের কারণে চলার পথে মুসলিম নারীদের ঘৃণা ও ভয়ের দৃষ্টিতে দেখার একটি প্রবণতা রয়েছে পশ্চিমা বিশ্বে। ইসলামফোবিয়ার এই মহামারি থেকে সমাজের দৃষ্টিভঙ্গি ফেরাতে এবং মুসলিম নারীত্বের স্বাধীনতা ও স্বকীয়তা প্রতিষ্ঠার জন্য জার্মান ও নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে একযোগে আয়োজন করা হয় মুসলিম নারীদের সংহতি সেমিনার। আনাদলু এজেন্সির খবরে বলা হয়, শনিবার জার্মান ও নেদারল্যান্ডসের অন্তত ২৫টি শহরে এই সেমিনারের আয়োজন করে বার্লিনভিত্তিক সংগঠন আইজিএমজি। পশ্চিমা দেশগুলোতে মুসলিম নারীরা যেসব বৈষম্যের শিকার হন ম‚লত সেসব বিষয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে এ সব সেমিনারের আয়োজন করা হয়। সংস্থাটির নারীবিষয়ক বিভাগের প্রধান পরিচালক ইল্ক ন‚র সাংবাদিকদের বলেন, পশ্চিমা দেশগুলোতে মুসলিম নারীরা বিশেষ করে যারা হিজাব পরিধান করে দৈনন্দিন তারা ব্যাপকভাবে শ্রেণি বৈষম্য এবং ইসলামফোবিয়ার শিকার হচ্ছেন। এসব দেশে মুসলিম নারীদের কথাবার্তার মাধ্যমে এবং শারীরিকভাবে হেনস্থা হতে হয় প্রতিনিয়ত। এর কারণ একটাই তা হল, মুসলিম নারীদের মধ্যে সামাজিক যোগাযোগ ও পারস্পরিক বন্ধন নেই। তিনি বলেন, এ জন্য আমাদের সংগঠন ২৫টি শহরে ২৫টি সেমিনারের আয়োজন করে মুসলিম নারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। বার্লিনে সংগঠনটির আঞ্চলিক পরিচালক সাদি জোরনাল বলেন, পাশ্চাত্যে মুসলিম নারীরা উল্লেখযোগ্য হারে শ্রেণি বৈষম্যের সম্মুখীন হন। আনাদলু আরবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।