Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনে শিল্প কারখানায় অগ্নিকান্ডে নিহত ১৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

চীনের প‚র্বাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে একটি শিল্প কারখানায় আগুন লেগে ১৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার নিনজাই গ্রামের ওই কারখানার আগুন লাগার তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয় সরকারের কর্মকর্তা জানিয়েছেন, দ্য রিকি ডেইলি ন্যাচেসিটিজ কোম্পানির মালিকানাধীন ওই কারখানার লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ। নিনজাই কর্তৃপক্ষ জানায়, ওই কারখানা থেকে উদ্ধার আট ব্যক্তির মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা প্রয়োগকারী সংস্থার কার্যক্রম দুর্বল হওয়ায় চীনের শিল্প কারখানায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। গত মার্চে একটি রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণে হতাহত হয় ৭৪ জন শ্রমিক। জুলাইয়ে মধ্য চীনে গ্যাস স্থাপনায় বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারায়। গত নভেম্বরে উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক নগরী জেনজিয়াকাও’তে বিস্ফোরণে ২৩ জন নিহত হয়। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ