Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীর কাছে ক্ষমা চাইলেন বরিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রানির কাছে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ম‚লতবির সিদ্ধান্ত অবৈধ ছিলো বলে রায় দেওয়ার পর টেলিফোনে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপর রানির কাছে টেলিফোন করেন জনসন। প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট বলেছে, ‘দুঃখ প্রকাশ করার জন্য যতোটা দ্রæত সম্ভব তিনি রানির কাছে টেলিফোন করেছেন।’ ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্ট পরবর্তী পাঁচ সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়। ওই সময় প্রধানমন্ত্রী জনসন বলেছিলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভাষণ দেবেন। সেই কাজ সুষ্ঠুভাবে করতেই পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায়ে বাকিংহাম প্রাসাদ ও ডাউনিং স্ট্রিটের মধ্যে এই বিশ্বাসভঙ্গের নিন্দাও জানিয়েছে। সরকারি একটি স‚ত্র বলেছে, ‘যা ঘটছে এতে তারা (রাজপরিবার)- পরিবারের সর্বোচ্চ পর্যায় সন্তুষ্ট নন।’ রাজপরিবারের একটি স‚ত্র জানিয়েছে, রানির জ্যেষ্ঠ উপদেষ্টারা প্রধানমন্ত্রীর কাজকর্মে ‘বিরক্ত।’ সানডে টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ