Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ সঙ্কটে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে রেশন, ভাতা বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যদেরকে মাসিক ‘রেশন ভাতা’ থেকে বঞ্চিত করতে যাচ্ছে নরেন্দ্র মোদি সরকার, যারা কথায় কথায় জাতীয় নিরাপত্তার নামে শপথ করে থাকে। যে অর্থনৈতিক সঙ্কটের কথা সরকার সবসময় অস্বীকার করে আসছে, ম‚লত সেই সঙ্কট থেকে সৃষ্ট আর্থিক সীমাবদ্ধতার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তিন লাখ জনবলের সিআরপিএফÑ যারা দেশের সবচেয়ে বড় আধাসামরিক বাহিনী ও গেরিলাবিরোধী তৎপরতার অগ্রভাবে যারা রয়েছে – এই বাহিনীর অধিকাংশ সদস্যই তাদের মাসিক বেতনের সাথে নির্ধারিত ৩০০০ রুপির রেশন ভাতা পাননি। কর্মকর্তারা বলছেন সেনারা তাদের ক্যাম্পের মেস ও ক্যান্টিনে তাদের খাবারের পেছনে এই অর্থ ব্যয় করেছে। সিআরপিএফের সারা দেশের ক্যাম্পগুলোতে একটা বার্তা পাঠানো হয়েছে যে, সেপ্টেম্বরের বেতনের সাথে ভাতা দেয়া হবে না, কারণ জুলাই, আগস্ট এবং চলতি মাসে বারবার তাগাদা দেয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত তাদের বরাদ্দের ৮০০ কোটি রুপি দেয়নি। টেলিগ্রাফ ওই বার্তার একটি কপি পেয়েছে, যেটি ১৩ সেপ্টেম্বর ইস্যু করা হয়। দিল্লীর সদরদপ্তরের একজন সিনিয়র সিআরপিএফ কর্মকর্তা বলেন, “এবারই প্রথমবারের মতো রেশন ভাতা বন্ধ করা হলো। আমরা গত সপ্তাহে মন্ত্রণালয়কে বকেয়া অর্থের কথা জানিয়েছি আর তারা আমাদেরকে অর্থনৈতিক মন্দার কথা বলেছে”। তিনি আরও উল্লেখ করেন যে, মন্ত্রণালয় এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক কারণ দর্শায়নি। তিনি বলেন, এই ভাতার কারণে সেনাদেরকে খাবারের জন্য সবসময় তাদের পকেটের দিকে তাকাতে হয় না। তিনি আরও বলেন, “এটা সেনাদেরকে ফিট রাখেত এবং গেরিলা ও মাওবাদীদের বিরুদ্ধে লড়ার শক্তি যোগায়”। সিআরপিএল কর্মকর্তা বলেন, “ভাতা না দেয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে সাংঘর্ষিক, যিনি দাবি করেছেন যে, বাহিনীকে লড়াইয়ের সক্ষমতাসম্পন্ন রাখার জন্য তিনি তাদের শক্তিশালী করছেন”। সিআরপিএফ জম্মু ও কাশ্মীর, ভারতের উত্তরপ‚র্বাঞ্চল ও মাওবাদী এলাকাগুলোতে দায়িত্ব পালন করে থাকে। অভ্যন্তরীণ ওই বার্তায় বলা হয়েছে যে, বাহিনীর পক্ষ থেকে ২২ জুলাই, ৮ আগস্ট এবং ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে যাতে “তারা অতিরিক্ত ৮০০ কোটি রুপি বরাদ্দ দেয়, যেটা দিয়ে বেতনের সাথে সেনাদের রেশন ভাতা দেয়া হবে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোন বরাদ্দ দেয়া হয়নি”। সিআরপিএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মোসেস ধিনাকারান এ ব্যাপারে বলেন, এ বছর রেশন ভাতার পরিমাণ কিছুটা বেড়েছে এবং সে কারণে জুলাইয়ের পর তহবিল শেষ হয়েছে। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত তহবিল পাওয়ার পর এই ভাতা আবার চালু করা হবে”। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ