Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্ল্যাকহোলের ধাকাধাক্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মহাকাশে এই প্রথম তারার মতো কৃষ্ণগহ্বর (ব্ল্যাকহোল) দেখতে পেয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। শুধু তাই নয়, তিনটি কৃষ্ণগহ্বরকে পরস্পরের সঙ্গে লড়াইও করতে দেখা গেছে! পৃথিবী থেকে শত কোটি আলোকবর্ষ দ‚রে এই অবাক করা ঘটনা ধরা পড়েছে নাসার সেøায়ান ডিজিটাল স্কাই সার্ভে (এসডিএসএস) টেলিস্কোপে। ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ স¤প্রতি এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, কৃষ্ণগহ্বর সাধারণত তার কাছে চলে আসা গ্যাস, ধুলোবালির মেঘ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সব কিছুই টেনে নেয়। এসব আর ফিরে আসে না। মহাকাশের এসব উপাদান ‘গিলতেই’ ধাক্কাধাক্কি হচ্ছে তিনটি কৃষ্ণগহ্বরের মধ্যে! এদের কারও ব্যাসার্ধই ২২ কোটি কিলোমিটারের কম নয়। গবেষক দলের সদস্য যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবিতা বলেন, দুই বা তিনটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের মধ্যে ধাক্কাধাক্কি, লড়াই সচরাচর দেখা যায় না। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ