Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপিওভুক্ত হলেন আরও ৭১ শিক্ষক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৫২ পিএম

নতুন করে এমপিওভুক্ত হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৭১ শিক্ষক। চলতি সেপ্টেম্বর মাস থেকে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এসব শিক্ষকদের এমপিও কার্যকর হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৫ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫৬ জন শিক্ষক রয়েছেন।
জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৬ষ্ঠ সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত ২৩ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক দুইটি আদেশ জারি করা হয়।
গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৭১ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপিওভুক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ