Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে ইলিশ ধরা নিয়ে সংঘর্ষে জেলে নিহত

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ২:৩২ পিএম

বরগুনার বেতাগীতে ইলিশ ধরা নিয়ে সংঘর্ষে বাবুল (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন।  আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেতাগী সদর ইউনিয়নে ঝোপখালি গ্রামের বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ঝোপখালি এলাকার মনির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, বিষখালী নদীতে জাল ফেলে ইলিশ ধরা নিয়ে বাবুলের সাথে রিপন নামের এক জেলের ঝগড়া হয়। একপর্যায়ে রিপন বৈঠা দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে সে নদীতে পরে যায়। পরে সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শিকনি নামের একজনকে আটক করা হয়েছে। ঘাতক রিপনকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।    



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলিশ

৫ মার্চ, ২০২২
১২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ