Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে আগুনে পুড়ে তিন বাড়ি ছাই

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৭ পিএম

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে তিন বাড়ির পাঁচটি ঘরসহ নগদ টাকা, কৃষিপণ্য, গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিনগত রাতে পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপু কুমার মন্ডল ও এলাকাবাসী জানান, সালুয়া গ্রামের ভবেস চন্দ্রের ছেলে বিপুল চন্দ্রের ঘড় থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আশপাশের সব কয়টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরগুলোতে থাকা পরিধেয় বস্ত্র, আসবাবপত্র, ধান, চাল, পাট, গরু ও নগদ টাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে সালুয়া গ্রামের ভবেস চন্দ্র ও তার দুই ছেলে বিপুল চন্দ্র ও কর্ণ চন্দ্রের তিনটি বাড়ির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ভবেস চন্দ্রসহ ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপু কুমার মন্ডল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচবিবিতে আগুনে পুড়ে তিন বাড়ি ছাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ