Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুধু ক্যাসিনো নয় সব অপরাধীর বিরুদ্ধে অভিযান চলবে

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন-শৃংখলা বাহিনীর চলমান অভিযান শুধু ক্যাসিনোর বিরুদ্ধে নয়, যারা দেশের আইন অমান্য করে বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে এ অভিযান চলবে। যারা অনৈতিক ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা অবৈধ ব্যবসা এবং অপরাধমূলক কাজ করছে, তাদের বিরুদ্ধে এটি একটি আইনি প্রচেষ্টা।

গতকাল রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস আনসার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, গডফাদার বলে কিছুই নেই। অপরাধ করলেই বিচারের মুখোমুখি হতে হবে। আমরা সেই কাজটিই করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, তা ধরে রাখতে হলে অবশ্যই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যেই অন্যায় করবে, দল, রাজনীতি ও সমাজকে ঊর্ধ্বে রেখে তাকেই আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। ১৫ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩২ জন বিসিএস আনসার কর্মকর্তা অংশ নেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনসার বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করেন। পরে মন্ত্রী তিনজন কৃতী প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ