Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনি আদমের জন্য পাঁচটি প্রশ্ন

এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

হাশরের ময়দানে সকল মানুষ উত্থিত হবে। সারি বেঁধে দাঁড়িয়ে থাকবে। আল্লাহপাকের অনুমতি ব্যতীত কেউ টুঁ-শব্দটি পর্যন্ত করতে পারবে না এবং আল্লাহ যা জিজ্ঞেস করবেন, তার সঠিক ও যথার্থ উত্তর দিতে হবে। সেখানে ছল-চাতুরী এবং ফাঁকি ও প্রতারণার কোনো সুযোগ থাকবে না।

মানুষ হাশরের ময়দানে বস্ত্রহীন অবস্থায় উত্থিত হবে। এ প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দীকা রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে, হাশরের দিন মানবজাতিকে খালি, উলঙ্গ ও খাৎনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এ অবস্থায় তো নারী-পুরুষ পরস্পরের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সা. উত্তর দিলেন, হে আয়েশা, সে দিনের অবস্থা এত ভয়াবহ ও ভয়ঙ্কর হবে যে, (নারী-পুরুষ) একে অপরের দিকে তাকাবার কোনো চিন্তাই করবে না। (সহীহ মুসলিম : ৪/২৮৫৯)।

আল কোরআনে ঘোষণা করা হয়েছে, আর শিঙ্গায় ফুঁ দেয়া হবে। ফলে আল্লাহ যাদের ইচ্ছা করল তাদের ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার শিঙ্গায় ফুঁ দেয়া হবে। তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। (সূরা যুমার : আয়াত ৬৮)। এই আয়াতে কারিমায় সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে, ভয়ঙ্কর হাশরের দিনে মানুষেরা দাঁড়িয়ে থাকবে।

এদিক-সেদিক তাকানোর চিন্তা তাদের মনে উদয় হবে না। সকলেই ভীত, সন্ত্রস্ত ও বিহ্বল হয়ে পড়বে। আর কাফের-অবিশ্বাসীদের অধঃমুখে হাঁটিয়ে হাশরের ময়দানে হাজির করা হবে। হযরত আনাস রা. হতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি আরজ করল ইয়া রাসূলুল্লাহ সা., কিয়ামতের দিন কাফেরদের কিভাবে মুখের ওপর করে হাঁটিয়ে একত্রিত করা হবে? উত্তরে তিনি বললেন, যিনি দুনিয়াতে মানুষকে দু’পায়ে চালিয়েছিলেন, তিনি কি হাশরের দিন তাকে মুখের ওপর ভর করে চালাবার ক্ষমতা রাখেন না? (সহীহ বুখারী ৮/৬৫৩২; সহীহ মুসলিম : ৪/২৮০৬)।

হাশরের ময়দানে মুমিনদের অবস্থা এবং কাফেরদের অবস্থার কথা অপর একটি হাদিসে সবিস্তারে তুলে ধরা হয়েছে। হযরত সাফওয়ান ইবনে মুহারিজ রা. হতে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত ইবনে উমার রা. তাওয়াফ করছিলেন, এমন সময় হঠাৎ এক ব্যক্তি তার সম্মুখে এসে বলল, হে আবু আবদুর রহমান, অথবা বলল, হে ইবনে ওমর রা. আপনি কি রাসূলুল্লাহ সা. থেকে (হাশরের দিন আল্লাহ তায়ালা এবং মুমিনদের মধ্যকার) গোপন আলোচনা সম্পর্কে কিছু শুনেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছি যে, (হাশরের দিন) মুমিনকে তার নৈকট্য দান করা হবে।

হিশাম বলেন, মুমিন নিকটবর্তী হবে, এমনকি আল্লাহ তায়ালা তাকে স্বীয় পর্দায় ঢেকে নেবেন এবং তার নিকট হতে তার গোনাহসমূহের স্বীকারোক্তি নেবেন। (আল্লাহপাক জিজ্ঞেস করবেন) অমুক গোনাহ সম্পর্কে তুমি জান কি? বান্দা বলবে, হে আমার পরওয়ারদেগার, আমি জানি। এভাবে দু’বার বলবে। তখন আল্লাহ তায়ালা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম। আর আজ তোমার পাপ ক্ষমা করে দিচ্ছি। তারপর তার নেক আমালনামা গুটিয়ে নেয়া হবে। আর অন্য দলকে (কাফিরদের) সকলের সামনে ডেকে বলা হবে, এরাই সে লোক যারা আল্লাহপাক সম্পর্কে মিথ্যা বলেছিল। (সহীহ বুখারী : ৬/৪৬৮৫)।

আর হাশরের ময়দানে বনি আদমকে পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই প্রশ্নগুলোর সদুত্তর যারা দিতে পারবে তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দলে শামিল হয়ে যাবে। আর যারা এর যথাযথ উত্তর দিতে অক্ষম হবে, তারা অবিশ্বাসী কাফিরদের দলভুক্ত হয়ে যাবে। এতদ প্রসঙ্গে হযরত ইবনে মাসউদ রা. রাসূলুল্লাহ সা.-এর নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, (হাশরের দিন) মানুষের পা একবিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট এই পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে। এক. নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে? দুই. যৌবনেরে শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে? তিন. ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছে? চার. অর্জিত ধন সম্পদ কোথায় ব্যয় করেছে? পাঁচ. এবং (দীনের) যতটুকু ইলম অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে? (জামে তিরমিযী : ৪/২৪১৬)।

বস্তুত বনি আদমের জীবনকাল আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। এ নেয়ামতের যথার্থ ব্যবহার করা মানুষ মাত্রেরই কর্তব্য। আর সার্বিক জীবনকালের মধ্যে যৌবনকাল মহামূল্যবান সময়। এ সময়ের সদ্ব্যবহার অত্যন্ত জরুরি। আর যৌবনকালই ধন সম্পদ অর্জনের মোক্ষম উপযোগী। তবে সম্পদ অর্জন ও ব্যয়ের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন না করলে আফসোস করা ছাড়া কপালে কিছুই জোটে না। আর দীনি ইলম মোতাবেক আমল করা অবশ্য কর্তব্য। আমলের খাতা যাদের শূন্য, তাদের চেয়ে হতভাগ্য আর কেউ নেই।



 

Show all comments
  • রাইহান মোল্লা ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪১ এএম says : 0
    বনি আদমের জন্য কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন* হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) নবী করিম (সা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, (কিয়ামতের দিন) মানুষের পা একবিন্দু নড়তে পারবেনা, যতক্ষণ পর্যন্ত তার নিকট এই পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে- ১. নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে? ২. যৌবনের শক্তি-সামর্থ কোথায় ব্যয় করেছে? ৩. ধন-সম্পদ কোথা থেকে উপার্জন করেছে? ৪. কোথায় তা ব্যয় করেছে? ৫. এবং সে (দ্বীনের) যতটুকু জ্ঞানার্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে? (তিরমিজি শরিফ)
    Total Reply(0) Reply
  • এজাজ আহমেদ ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪২ এএম says : 0
    তিরমিজি উল্লিখিত হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) আমাদের এ কথাই বোঝাতে চেয়েছেন, আমাদের জীবনের একটি মুহূর্তও অকারণে নষ্ট করা যাবে না। অন্যায় পথে ও আল্লাহর মর্জির খেলাপ কাজে একটি পয়সাও খরচ করা যাবে না। আর দীন ইসলাম সম্পর্কে জানতে হবে ও সে অনুযায়ী চলতে হবে। কারণ, আল্লাহর কাছে একদিন এসবের হিসাব দিতে হবে।
    Total Reply(0) Reply
  • সাইফুল্লাহ মানসুর ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪২ এএম says : 0
    আমাদের প্রত্যেককেই মরতে হবে এবং আল্লাহর কাছে হাজির হতে হবে। তাই সেদিনকার মুক্তির ব্যবস্থা পৃথিবী থেকেই করে যেতে হবে।
    Total Reply(0) Reply
  • দাউদ হায়দার ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    শুকরিয়া। ইসলামের দৃষ্টিতে ধন-সম্পদ হচ্ছে মানুষের কাছে আল্লাহর আমানত। হজরত আলী (রা.) এ সম্পর্কে বলেছেন, ‘সম্পদ হচ্ছে আমানত।’ কাজেই কোনোভাবেই এই আমানতের খেয়ানত করা যাবে না এবং তা সঠিক কাজে সর্বোত্তম পন্থায় ব্যবহার করতে হবে।
    Total Reply(0) Reply
  • হাসিব বিল্লাহ ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    ইসলামী বিশ্বাস অনুযায়ী এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমানকে সহায়তা করা অপর মুসলমানের কর্তব্য।
    Total Reply(0) Reply
  • shaik ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৬ এএম says : 0
    Ameen, Allah humma Ameem
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৭ এএম says : 0
    ইসলাম ধর্ম শান্তি, ইসলাম ধর্ম মুক্তি ,ইসলাম শিফা, ইসলাম ধর্ম রাজনীতি ইসলাম শক্তি, ইসলাম ধর্ম সম্পদ। ISLAM ALL IN ONE. INSALLAH . LEARN MORE AND MORE ISLAM GET PROPER BENIFIT FOR LIFE AND DEATH. INSALLAH.
    Total Reply(0) Reply
  • সাইফুল ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫৮ এএম says : 0
    লেখক সাহেব এবং ইনকিলাব সংশ্লিষ্টদের অনেক ধন্যবাদ এমন গুরুত্বপূর্ন একটি বিষয় নিয়ে লেখার এবং প্রকাশ করার জন্যে। ইয়া আল্লাহ্‌ আমাদেরকে প্রশ্ন সম্পর্কে তো জানিয়ে দিয়েছ, এটা তোমার অনেক বড় রহমত। আমাদেরকে এগুলোর উত্তর দেয়ার যোগ্য করেই কবরে ডাক দিয়ও, যেন সেদিন তোমার হাবীব (সাঃ) এর উম্মত হওয়ার সৌভাগ্য ধরে রাখতে পারি।
    Total Reply(0) Reply
  • DIDARUL ALAM PATOWARY ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৯ এএম says : 0
    বনি আদমের জন্য কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন* হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) নবী করিম (সা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, (কিয়ামতের দিন) মানুষের পা একবিন্দু নড়তে পারবেনা, যতক্ষণ পর্যন্ত তার নিকট এই পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে- ১. নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে? ২. যৌবনের শক্তি-সামর্থ কোথায় ব্যয় করেছে? ৩. ধন-সম্পদ কোথা থেকে উপার্জন করেছে? ৪. কোথায় তা ব্যয় করেছে? ৫. এবং সে (দ্বীনের) যতটুকু জ্ঞানার্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে? (তিরমিজি শরিফ)
    Total Reply(0) Reply
  • Anwar ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৪ এএম says : 0
    আর শিঙ্গায় ফুঁ দেয়া হবে। ফলে আল্লাহ যাদের ইচ্ছা করল তাদের ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার শিঙ্গায় ফুঁ দেয়া হবে। তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। (সূরা যুমার : আয়াত ৬৮)। হযরত আয়েশা সিদ্দীকা রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে, হাশরের দিন মানবজাতিকে খালি, উলঙ্গ ও খাৎনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এ অবস্থায় তো নারী-পুরুষ পরস্পরের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সা. উত্তর দিলেন, হে আয়েশা, সে দিনের অবস্থা এত ভয়াবহ ও ভয়ঙ্কর হবে যে, (নারী-পুরুষ) একে অপরের দিকে তাকাবার কোনো চিন্তাই করবে না। (সহীহ মুসলিম : ৪/২৮৫৯)।
    Total Reply(0) Reply
  • আবিদ উল্যাহ জাকের ৭ এপ্রিল, ২০২১, ৪:২৭ পিএম says : 0
    আল্লাহ পাক আমাদের কে উক্ত হাদিসের আলোকে আমল করার তাওফিক দান করুন।
    Total Reply(0) Reply
  • Md. Abu Sayed ২০ এপ্রিল, ২০২১, ২:২৭ পিএম says : 0
    আল্লাহ পাক আমাদের কে উক্ত হাদিসের আলোকে আমল করার তাওফিক দান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন