মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে ভূখন্ডে ঢুকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের তিন বছর পূর্তিতে দিনটিকে স্মরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, সে রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেননি তিনি। শনিবার দিল্লির বিমানবন্দর এলাকায় বিজেপি নেতা-কর্মীদের এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি ভূখন্ডে প্রবেশ করে ২৯ সেপ্টেম্বর ভোর পর্যন্ত অভিযান চালায় ভারতীয় বাহিনী। সেদিনের কথা স্মরণ করে মোদি বলেন, রাতভর ঘুমতে পারিনি। পুরো রাত জেগেছিলাম। অপেক্ষা করছিলাম কখন ফোন আসবে। এদিন এক গৌরবের ইতিহাস রচনা করেছিল ভারতীয় সেনারা। তাদের সাহসকে কুর্নিশ। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।