Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় না বসলে ধ্বংস হয়ে যাবে ইরানের অর্থনীতি : হুক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আমেরিকার ‘ইরান অ্যাকশন গ্রুপের’ প্রধান ব্রায়ান হুক নয়া এক চাঞ্চল্যকর বাণী দিয়েছেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় না বসলে ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তিনি আল-হুরা টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আড়াই বছরে ইরানের ব্যাপারে কূটনৈতিক পন্থা অবলম্বন করে অনেক উদার আচরণ করেছেন; অথচ ইরান ক‚টনৈতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। ইরানকে শায়েস্তা করার লক্ষ্যে ট্রাম্পের নির্দেশে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ইরান অ্যাকশন গ্রুপ’ নামে একটি বিশেষ সেল খোলা হয়েছে। ওই গ্রুপের প্রধানের দায়িত্ব পালন করছেন ইরান বিদ্বেষী কর্মকর্তা ব্রায়ান হুক। তিনি আল-হুরাকে দেয়া সাক্ষাৎকারে আরো দাবি করেন, ইরানের অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক কাজেই দেশটিকে হয় আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে হবে অথবা নিজের অর্থনীতির পতন দেখতে হবে। হুক সউদী আরবের দু’টি তেল স্থাপনায় সা¤প্রতিক ড্রোন হামলার ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে এজন্য আবারো ইরানকে দায়ী করেন। মার্কিন এই কর্মকর্তা এমন সময় ইরানের সঙ্গে উদার আচরণ করার দাবি করলেন যখন ওয়াশিংটন তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। মার্কিন কর্মকর্তারাই দাবি করেছেন, তারা ইতিহাসে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ এবং তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বজায় রেখে তেহরানের সঙ্গে আলোচনায় বসার জন্য সা¤প্রতিক সময়ে অসংখ্যবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। আল-হুরা টিভি,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ