Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের অন্তর্ভুক্তি কমানোর চিন্তা ট্রাম্প প্রশাসনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে চীনা প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্তি কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ সরাসরি ওয়াল স্ট্রিট কেন্দ্রীক হয়ে ওঠবে। এ বিষয়ে পরিকল্পনা করছে ট্রাম্পের উপদেষ্টারা। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট স‚ত্রের বরাত দিয়ে এমনটা জানিয়েছে দ্য ফিনান্সিয়াল টাইমস। খবরে বলা হয়, শেয়ার বাজারে চীনা অন্তর্ভুক্তি কমানোর পাশাপাশি, চীনা প্রতিষ্ঠানের শেয়ার কেনার জন্য মার্কিন সরকারের ভাতা তহবিল কমানোর কথাও চিন্তা করছেন কর্মকর্তারা। আগামী সপ্তাহে চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হওয়ার কথা রয়েছে। এর আগ দিয়ে মার্কিন গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেল। ওয়াশিংটনের আমলারা চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধকে শেয়ার বাজারে নিয়ে যেতে বহুদিন ধরে আহ্বান জানিয়ে আসছেন। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও সহ একাধিক কর্মকর্তা পূর্বে এমন আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের অন্যান্য উপদেষ্টারা এমন পদক্ষেপের বিরোধীতা করেছেন। তাদের আশঙ্কা, এমনটা ঘটলে বড় ধরনের ধাক্কা খাবে অর্থনীতি। এছাড়া, বিনিয়োগকারীরাও আত্মবিশ্বাস হারাবেন। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা শেয়ার কমানোর খবর সর্বপ্রথম প্রকাশ পায় ব্লমবার্গে। ওই খবর প্রকাশের একদিন পর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মনিকা ক্রোলি এক বিবৃতিতে জানান, আপাতত এমন কোনো পদক্ষেপ বিবেচনা করছে না প্রশাসন। তবে ইতোমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এ খবর। ফিনান্সিয়াল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ