Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামড়ের দাগই চিনিয়ে দিলো ধর্ষকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ধর্ষণের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিল এক কিশোরী। নিজেকে বাঁচানোর লড়াইয়ে ধর্ষকের কাঁধে জোরে কামড় বসিয়ে দিয়েছিল। তারপরও বর্বরতার হাত থেকে রেহাই মেলেনি তার। বাসের এক কন্ডাক্টর ও তার বন্ধু মিলে নির্মমভাবে ধর্ষণ করে মেয়েটিকে। শেষ পর্যন্ত সেই কামড়ের দাগই জেলে ঢোকাল ১৭ বছরের মেয়েটির দুই ধর্ষককে। অপরাধের তদন্তের ফরেনসিক সায়েন্সের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে সাউথ ইন্ডিয়া মেডিকো লিগাল অ্যাসোসিয়েশনের ১৬তম বৈঠকে উঠে এসেছে এই ঘটনার কথা। ২০১৩ সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর পন্ডিচেরিতে এই ধর্ষণের ঘটনা ঘটে। সেই সময় পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ ওঠার পর ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। পরে ধর্ষণের এই ঘটনার তদন্তভার যায় সিবিসিআইডির হাতে। এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই ধর্ষকের কাঁধে কামড়ের দাগকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ