Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু-কাশ্মীরে দুই কর্মকর্তার আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জম্মু ও কাশ্মীরের জম্মুতে আধাসামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিজের রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, জম্মুর ডোডায় বিএসএফের এক জওয়ান গুলি চালিয়ে আত্মহত্যা করেন। শনিবার দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেছেন, রেলওয়ে কমপ্লেক্সের নিকটবর্তী ভ্যান ভবনে শুক্রবার সহকারী উপ-পরিদর্শক যশবন্ত সিংহকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার ঘাড়ে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ওই এএসআই তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালানোর ফলে দ্রুত মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আইনগত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তার ইউনিটে লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বিনোদ কুমার নামে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ডোডার ডেপুটি কমিশনারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর প্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা বিনোদ কুমার গত রাতে গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শেষকৃত্যের জন্য তার লাশ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ