Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরীর পেটে ছিল ১ কেজি চুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক এক কিশোরীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় এক কেজি পরিমাণ চুল বের করেছেন। ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি পশ্চিমবঙ্গের প‚র্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালা এলাকায়। পৃথিবীতে এ ধরনের অস্ত্রোপচারের মধ্যে এটি ৪৩তম বলে দাবি করছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। কিশোরীর পেটে কীভাবে গেল এক কেজি চুল সেই প্রশ্নে জানা গেছে- চুল খেয়ে ফেলার অভ্যাস ছিল ওই কিশোরীর। গত তিন বছর ধরে চুল খেয়ে যাচ্ছিল ওই কিশোরী। সেই চুলই তার পেটে জমা হচ্ছিল। স¤প্রতি প্রচন্ড পেট ব্যথায় ভুগছিল ওই কিশোরী। তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় অভিভাবকরা। ঠিক কোন কারণে পেট ব্যথা হচ্ছে জানতে গিয়ে অবাক হন চিকিৎসকরা। বিভিন্ন পরীক্ষা করে তার পেটে চুলের অস্তিত্ব পান। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে তার পেটের ভেতর থেকে চুলগুলো বের করেন তারা। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ