Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ গ্রেফতার ৭

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত চার পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেফতারকৃদের তাদের উপজেলার নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে গতকাল বুধবার বিকেলে ঝালকাঠি আদালতে প্রেরণ হয়েছে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রতন খানের ছেলে মারামারি মামলার ৭ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল হোসেন, বদনিকাঠি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে চুরি মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফিরোজ সিকদার, শুক্তাগড় গ্রামের আব্দুস সালামের ছেলে মারামারি মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোলায়মান, শুক্তাগড় গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে মারামারি মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সালাম এবং জিআর ও সিআর মামলার আসামী উপজেলার পূর্ব ফুলহার গ্রামের রিয়াজ জোমাদ্দার, ভাতকাঠি গ্রামের তারেক সিকদার ও পুখরিজানা গ্রামের মিলন খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ গ্রেফতার ৭
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ