Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোপালগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় বন্ধ

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

রমজান উপলক্ষে গোপালগঞ্জে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি বন্ধ হয়ে গেছে। খুলনা টিসিবির ডিপো থেকে ডিলারদের পণ্য সরবরাহ না করায় জেলার কোথাও টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না। ফলে ক্রেতারা বাজার থেকে ২০/২৫ টাকা বেশি দিয়ে রমজানের প্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন। রোজা শুরুর আগে ও পরে ২/৪ দিন জেলা শহরের কোর্ট এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। সেখানে চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় অনেকেই ছোলা, চিনি, তেল ও ডাল কিনতে না পেরে খালি হাতে ফিরেছেন। রমজানে টিসিবি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ডিলাররা অভিযোগ করেন, গোপালগঞ্জ জেলার ডিলারদের পণ্য খুলনা টিসিবি থেকে সরবরাহ করা হয়। কিন্তু খুলনা টিসিবির থেকে কেবলমাত্র  খুলনা সিটি কর্পোরেশন এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হবে বলে তাদের জানানো হয়েছে। গোপালগঞ্জের ডিলারদের পণ্য না দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। ফলে গোপালগঞ্জ জেলার কোথাও টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না। রোজার আগে ও পরে ৩/৪ দিন জেলা শহর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় টিসিবি খোলা বাজারে সীমিত আকারে চিনি ৪৮, ছোলা ৭০, খেজুর ও ডাল ৯০ টাকা কেজি ও  ভোজ্যতেল ৮০ টাকা লিটার দরে বিক্রি শুরু করে। কিন্তু হঠাৎ করেই পণ্য সরবরাহ না থাকায় টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি বন্ধ হয়ে গেছে। গোপালগঞ্জের ডিলাররা খুলনা টিসিবি অফিসে বারবার যোগাযোগ করেও কোনো পণ্যই সরবরাহ পাচ্ছে না। এ কারণে জেলায় টিসিবির পণ্য বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ক্রেতা জসিম উদ্দিন জানান, বাজারে প্রতি কেজি  চিনি ৬৪ টাকা, ছোলা ৮৫ টাকা , খেজুর ও ডাল ১১০ টাকা ও  ভোজ্য তেল ৯৫-১০০ টাকা লিটার দরে কিনতে হচ্ছে। গোপালগঞ্জ জেলা সদরের টিসিবির ডিলার দীপক কুমার সাহা বলেন, রোজার ৩/৪ দিন আগেও পরে আমরা পণ্য বিক্রি করতে পারলেও সরবরাহ ছিল কম। কিন্তু এখনতো পণ্য সরবরাহ একবোরেই নেই। বারবার খুলনা টিসিবি অফিসে যোগাযোগ করে পণ্য সরবরাহ মিলছে না। সেখানে যে পণ্য আছে তা খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিক্রি করা হবে বলে আমাদের জানানো হয়। টিসিবি খুলনা অঞ্চলের ডেপুটি সিনিয়র এক্সিকিউটিভ মো. রবিউল মোর্শেদ জানান, খুলনা অঞ্চলে ৫৪২ জন ডিলার টিসিবি পণ্য বিক্রি করছে। পণ্যের যোগান আনুযায়ী  ডিলারদের পণ্য সরবরাহ করা হচ্ছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, রমজান মাসে সাধারণ মানুষের প্রয়োজনমত পণ্য সরবরাহ করার জন্য টিসিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় বন্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ