Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৩ পিএম

পদ্মা নদীর তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে এবং গোয়ালন্দ প্রান্তে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল রয়েছে বলে জানা গেছে।
এদিকে ঘাট কর্তৃপক্ষ যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের যানবাহনের বাড়তি চাপের কারণেও দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। এ রুটে ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের যানবাহনের বাড়তি চাপ রয়েছে দৌলতদিয়ায়। স্রোতের তীব্রতা কমলে এবং ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারলে এ সিরিয়াল দ্রুত কমে যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দৌলতদিয়া-পাটুরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ