Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৬ পিএম | আপডেট : ২:৩৫ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

ফেনীর সোনাগাজী উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রাম থেকে শনিবার রাতে আইয়ুব আলীকে (৫৫) তারা আটক করেন।
আইয়ুবের বাড়ি আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকায়। আর স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী মেয়েটিকে রোববার শারীরিক পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে দিয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে মেয়েটি পুকুরে গোসল করতে যায়। এ সময় আইয়ুব তাকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখায়।
“কিন্তু মেয়েটি সাড়া না দেওয়ায় আইয়ুব পুকুর ঘাট থেকে মুখ চেপে ধরে পাশের বাগান নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে আইয়ুব পালিয়ে যায়।”
পরে মেয়েটির বাড়ির লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বিকালে মেয়েটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মঈন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু ধর্ষণ

২৫ নভেম্বর, ২০২১
১৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ