মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মৈত্রী এক্সপ্রেস থেকে ৫ লাখ ডলারসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশনে ঢাকাগামী মৈত্রী থেকে ভারতের শুল্ক দপ্তরের গোয়েন্দারা তাদের গ্রেফতার করে। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এরা হলেন দিলওয়ার হোসেন, হাফিজ শেখ, মানিক মিয়া, দুলাল ও জাকির হোসেন। এদের বাড়ি গোপালগঞ্জে। সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের সি-২ কক্ষে হানা দেন ভারতের শুল্ক দপ্তরের গোয়েন্দারা। ওই পাঁচজনের কাছ থেকে উদ্ধার হয় ৫ লাখ ডলার।
জানা গেছে, কলকাতায় কয়েকদিন থাকার পর এরা বাংলাদেশে ফিরে আসছিলেন। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত।
আদালতে শুল্ক দপ্তরের আইনজীবী বলেন, কলকাতাকে করিডোর করে এরা বিদেশি মুদ্রার চোরাচালান চালাচ্ছিলেন। কোথা থেকে ওই বিপুল পরিমাণ ডলার এরা সংগ্রহ করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই সঙ্গে জানা দরকার বাংলাদেশের কোথায় এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা হত। সূত্র : ওয়েবাসইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।