মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তুমুল সংঘর্ষে এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ গেরিলা রয়েছে। গুরুতর আহত হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের দুই জওয়ান। গতকাল শনিবার জম্মু-কাশ্মীরজুড়ে দুটি সংঘর্ষ ও একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ গণমাধ্যমকে বন্দুকযুদ্ধে তিন ‘সন্ত্রাসী’ ও এক সেনা সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছেন। জম্মু পুলিশের মহাপরিদর্শক মুকেশ সিং ওই সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছেন।
গতকাল রামবান জেলার বাটোতে দুই গেরিলা জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস থামিয়ে হামলার চেষ্টা করে। ওই ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় নিরাপত্তা বাহিনী গেরিলাদের আত্মসমর্পণ করতে বললে তারা তা প্রত্যাখ্যান করে একনাগাড়ে গুলিবর্ষণ চালিয়ে যায়। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিবর্ষণে ৩ গেরিলার মৃত্যু হয়।
গতকাল নিয়ন্ত্রণরেখা বরাবর গুরেজ সেক্টরের গন্ডেরবল এলাকায় দ্বিতীয় হামলা হয়। সেখানে সেনাবাহিনীকে লক্ষ্য করে গেরিলারা গুলিবর্ষণ করলে জওয়ানদের পাল্টা গুলিতে একজনের মৃত্যু হয়। সেনাবাহিনীর নর্দান কম্যান্ডের পক্ষ থেকে এক সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানানো হয়েছে। নিহতের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে।
গতকাল শ্রীনগরে তৃতীয় হামলার অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করে। এসময় সড়কে লোকজন কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীদের বিবৃতিকে ভিত্তি করে হামলাকারীদের সন্ধানে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। সূত্র : পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।