Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিষন্নতায় বিদায় বললেন সারাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম উইকেটকিপার তিনি। সেই সারাহ টেলরকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন ইংল্যান্ডের এই উইকেটকিপার। ২০০৬ সালে মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছিল সারাহর। তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২২৬ ম্যাচ। করেছেন ৬ হাজার ৫৩৩ রান। যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। তিন ফরম্যাট মিলিয়ে সারাহর ডিসমিসাল ২৩২টি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ। তিনবার জিতেছেন টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

গত কয়েক বছর ধরে বিষন্নতায় ভুগছিলেন ইংল্যান্ডের ২০০৯ ও ২০১৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্য সারাহ। যে কারণে খেলাটা ঠিক উপভোগ করতে পারছিলেন না। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিও নিয়েছিলেন। বিদায় বেলায় এই বিষন্নতাকেই কারণ হিসেবে জানালেন ৩০ বছর বয়সি সারাহ, ‘এটা বেশ কঠিন একটি সিদ্ধান্ত। তবে আমি জানি আগামী দিনগুলোয় আমার নিজের ও নিজের স্বাস্থ্যের জন্য এটা সঠিক সিদ্ধান্ত। ইংল্যান্ডের হয়ে খেলাটা ছিল স্বপ্নের মতো। ২০০৬ সালে অভিষেক, অ্যাশেজ জয়, লর্ডসে বিশ্বকাপ ফাইনালসহ অনেক দারুণ মুহূর্ত আছে পুরো ক্যারিয়ারে। বিশ্বজুড়ে অনেক বন্ধুও পেয়েছি এই দীর্ঘ যাত্রায়। তাদের সকলকে ধন্যবাদ। ইসিবিকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না, তাদের সমর্থন ও বন্ধুত্বের কারণে।’ গত জুলাইয়ে টনটনে অ্যাশেজ টেস্টটা হয়ে থাকল ইংল্যান্ডের জার্সি গায়ে সারাহর শেষ ম্যাচ। সেই ম্যাচে এক ইনিংস ব্যাটিং পেয়ে তিনি করেছিলেন ৫ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ