Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে গুলিতে ঝাঁজরা হলেন পুলিশ কর্মকর্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে ফের খুন হয়েছেন এক প্রবাসী ভারতীয়। টেক্সাসে ট্রাফিক বিরতির সময় দাঁড়িয়ে থাকা এক ভারতীয়-মার্কিন শিখ পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোঁড়া হয়েছে। এর ফলে মৃত্যু হয়েছে তার। এই হত্যাকা-কে নির্মম ও ঠা-া মাথার খুন বলে উল্লেখ করা হচ্ছে। মার্কিন কর্মকর্তা শেরিফ এড গঞ্জালেজের বরাতে এ তথ্য জানা গেছে। শেরিফ এড গঞ্জালেজে জানিয়েছেন, শিখ হারিস কাউন্টি শেরিফের সহকারী সন্দীপ সিং ধালিওয়ালকে (৪০) ট্রাফিক বিরতিতে গুলিবিদ্ধ করা হয়। তিনি জানান, গত দশ বছর ধরে ট্রাফিক পুলিশে কাজ করছেন সন্দীপ ধালিওয়াল। ঘটনার সময় তিনি একটি গাড়িকে দাঁড়াতে বলেন। ওই গাড়ির ভিতরে ছিলেন একজন পুরুষ ও নারী। গাড়িটিকে থামাতে বললে গাড়ির মধ্যে থেকে একজন বেরিয়ে এসে তাঁকে লক্ষ্য করে সরাসরি একের পর এর গুলি চালান। এতে লুটিয়ে পড়েন ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা। গুলি চালানোর পরেই ওই দুষ্কৃতকারী দৌড়ে একটি শপিং সেন্টারের মধ্যে ঢুকে পড়েন। মার্কিন পুলিশ বলছে, সন্দীপ ধালিওয়ালের ড্যাশক্যাম ভিডিওটি দেখে তদন্তকারীরা ওই বন্দুকবাজের চেহারা কেমন তা চিহ্নিত করতে পেরেছে। বন্দুকবাজ যে গাড়ি চালাচ্ছিল সেটিকে পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া বলেছেন, ডেপুটি সন্দীপ ধালিওয়াল অনেকের কাছেই উদাহরণ ছিলেন। তিনি শ্রদ্ধা ও গর্বের সঙ্গে নিজের কর্তব্য পালন করতেন। গোটা শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতেন তিনি। গঞ্জালেজ বলেন, ধালিওয়াল একজন হৃদয়বান মানুষ হিসাবে পরিচিত ছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ