Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের অভিশংসন তদন্ত, সংশ্লিষ্ট নথিপত্র জমা দেয়ার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইউক্রেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সম্পর্কিত সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের একাধিক কমিটি। এক চিঠিতে এক সপ্তাহের মধ্যে নথিপত্রগুলো জমা দিতে বলা হয়েছে তাকে। ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তের আওতায় এই নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে ডেমোক্র্যাট প্রার্থী-প্রত্যাশী জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ ওঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিশংসন তদন্ত চালু করেছে কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ। ওই তদন্তের অধীনে পম্পেওকে নথিপত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিম্নকক্ষের পররাষ্ট্র বিষয়ক, গোয়েন্দা এবং পর্যবেক্ষণ ও সংস্কার বিষয়ক কমিটি এক যৌথ চিঠিতে এ নির্দেশ দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট নথিপত্রগুলো যথাসময়ে জমা দিতে ব্যর্থ হওয়ায় পম্পেওকে এই লিখিত নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে পম্পেওকে বলা হয়েছে, একাধিকবার অনুরোধ করার পরও আপনি নথিপত্রগুলো জমা দেননি। এতে কমিটি পূর্ণ তদন্ত করতে পারছে না। এছাড়া, আমাদের জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের অখ-তা রক্ষার দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছে কংগ্রেস। কমিটি তিনটি পম্পেওকে আরো জানিয়েছে, তারা তদন্তের স্বার্থে পাঁচ জন কর্মকর্তার সাক্ষ্য নেয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে সদ্য পদত্যাগকারী ইউক্রেনে নিযুক্ত বিশেষ মার্কিন দূত কার্ট ভোলকার ও সাবেক রাষ্ট্রদূত ম্যারি যোভানোভিচ রয়েছেন। প্রসঙ্গত, ভোলকার শুক্রবার পদত্যাগ করেছেন। উল্লেখ্য, এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে চলমান তদন্ত ও বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি পম্পেও। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ