মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত। তবে এ আলোচনা হতে হবে কেবল বন্দিবিনিময়ের ব্যাপারে। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি শুক্রবার বলেন, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। তবে এ আলোচনায় অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। মুসাভি এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া ও আমেরিকার কারাগারে আটক থাকা ইরানি নারীর মুক্তির প্রচেষ্টার কথা উল্লেখ করেন। গত মঙ্গলবার আমেরিকার একটি ফেডারেল আদালত ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ইরানি নারী নেগার কুদসকানিকে ২৭ মাসের কারাদ- দেয়। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।