নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিরিজ খুইয়েছিল আগেই। সুযোগ ছিল ব্যবধানটি কমানোর। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে সেই সুযোগও দিলো না বৃষ্টি। গতকাল বেরসিক বৃষ্টিতে ভেসে গেল ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ এক দিনের ম্যাচটি। তাতে ৩-১ ব্যবধানে হেরেছে সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরীদের দল। ল²ৌয়ে লম্বা সময় অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। পুরো সিরিজে ভুগেছে বাংলাদেশের ব্যাটিং। ২৭.৫০ গড়ে ১১০ রান করেছেন অধিনায়ক সাইফ। ৩৫ গড়ে ১০৫ রান এসেছে আরিফুলের ব্যাট থেকে। দুই ফিফটিতে ১০১ গড়ে ১০১ রান করেছেন কিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।
দলের আর কেউ পঞ্চাশের ঘর ছাড়াতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও মেহেদি হাসান। তরুণ পেসার সুমন খান খরুচে বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন শফিকুল ইসলাম, তানভীর ইসলাস ও সাইফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।