Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘে ‘সেলফি’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখা নিঃসন্দেহে সম্মানের। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি থেকে ইমরান খান- বক্তব্য রেখেছেন বহু দেশের রাষ্ট্রপ্রধানরা। তাদের বক্তব্যে উঠে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও। সেই নিয়ে আলোচনার মধ্যেই উঠে আসছে এল সালভাদরের প্রেসিডেন্টের নাম। কারণ, সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সবাইকে চমকে দিয়ে ‘আগে একটা সেলফি’ তুলতে দেখা যায় প্রেসিডেন্ট নায়িব বুকেলেকে।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ সভায় বক্তব্য শুরু করার আগে, বুকেলে সবাইকে চমকে দিয়ে বলেন, ‘আমি একটা সেলফি নিলে আপনারা আশা করছি বিরক্ত হবেন না।’ শুধু তাই নয়, জাতিসংঘকে কটাক্ষ করে তার মন্তব্য, ‘বিশ্বাস করুন এই ভাষণের থেকে সেলফি নিয়েই বেশি আলোচনা হবে। তাই আমি আশা করছি, সেলফি ভালো হবে!’

পরে ১১ লাখ ফলোয়ারের জন্য নিজের টুইটার অ্যাকাউন্টে তা শেয়ার করেন এল সালভাদরের প্রেসিডেন্ট। তার ওই সেলফি ভাইরাল হতে সময় লাগেনি। শুধু টুইটারেই কমপক্ষে সাড়ে ৩ হাজার বার ওই সেলফিকে রিট্যুইট করা হয়েছে। লাইক পড়েছে ২৭ হাজার। শেষে অবশ্য সাধারণ সভায় ভাষণ দেন বুকেলে। তবে সেই সেলফি নিয়েই আলোচনায় তিনি। সূত্র : ফ্রান্স ২৪।



 

Show all comments
  • shaik ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৬ এএম says : 0
    Ma shaa Allah, Muslim World don't know El Salvador President NAYIB is a MUSLIM. We're PROUD for him. May Allah (SWT) give him good life & Good Health. ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ