Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনও জন লেননকে স্বপ্নে দেখেন পল ম্যাকার্টনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দ্য বিটলস ব্যান্ডের কিংবদন্তী মিউজিশিয়ান স্যার পল ম্যাকার্টনি (৭৭) জানিয়েছেন তার ব্যান্ড মেট জন লেননের (ছবিতে ডানে) সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল এবং এখনও তিনি তাকে স্বপ্নে দেখেন। ‘দ্য লেট নাইট উইথ স্টিফেন কোলবেয়ার’ অনুষ্ঠানে বিটলস ব্যান্ডে থাকাকালীন স্মৃতিচারণ করেন। “অনেকেই বলাবলি করে আমিই ছিলাম আসল ভিলেন এবং আমার সঙ্গে জনের খুব বনত না, আর একসময় আমারও তা বিশ্বাস হতে শুরু করে,” ম্যাকার্টনি বলেন এবং জানান জন আর তিনি ছিলেন বন্ধু। “আমি তাকে স্বপ্নে দেখি। যখন কারও সঙ্গে এমন দীর্ঘ সম্পর্ক থাকে, এমন গভীর সম্পর্ক, স্বপ্নে এমন কেই এলে আমার ভাল লাগে। আমি প্রায়ই আমাদের ব্যান্ড নিয়ে স্বপ্ন দেখি। জনকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখি। নিজের সম্পর্কে তিনি বলেন : “আমি খুব খ্যাতি পেয়েছি, কিন্তু আমি এখনো বিশ্বাস করি আমি সেই ছোট ছেলেটি রয়ে গেছি যে লিভারপুলে বড় হয়েছে। আমি যেভাবে ভাবি তা হল- আমি হলাম সেই কিশোর যে বাড়িতে থাকলে শুধু টিভি দেখে সময় নষ্ট করত। অনেকটা ‘সে’ আর আমি এমন, যে এই শরীরে সবসময় ছিল, শরীরটাই শুধু বেড়েছে। তার পর ‘সে’ একসময় খুব বিখ্যাত হয়ে গেল, খুব বিখ্যাত।” জন লেনন ৪০ বছর বয়সে ১৯৮০’র ৮ ডিসেম্বর তার এক ভক্তের গুলিতে নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন লেনন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ