Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনার চাটমোহর হাসপাতালের গেট যানজটমুক্ত হলেও রাস্তার খাল-খন্দ যায়নি

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৪১ পিএম

পাবনার চাটমোহরে হাসপাতাল গেটের সামনে যানবাহনের সরিয়ে দিয়েচন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন।
তিনি এবং সঙ্গীয় পুলিশ অফিসার ও সদস্যরা মিলে চাটমোহরে হাসপাতাল গেটে যানজট সৃষ্টি করে

সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইক অটো রিকশা, অটো বোরাক, নছিমন-করিমন, বেসরাকরি এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন হাসপাতালের প্রবেশ মুখে রেখে ভয়াবহ যানজট সৃষ্টি করতো। এতে ভোগান্তির শিকার হতেন রোগী ও তাদের স্বজন এবং এই পথে চলাচলকারী চাটমোহর পৌর শহরের লোকজন। যানজট পুলিশ নিরসন করতে পারলেও পুলিশের পক্ষে তো রাস্তার সংষ্কার করা সম্ভব নয়। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা হয়ে বেড়িয়ে যাওয়া বাঘাবাড়ি পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা সংষ্কার করে সড়ক ও জনপথ বিভাগ চেহারা পাল্টে দিয়েছে। কিন্তু চাটমোহর হাসপাতাল, থানা সড়কের তিন কিলোমিটার রাস্তায় কোনো সংষ্কারের ছোঁয়া এখনও লাগেনি। এই তিন কিলোমিটার রাস্তায় ভাঙ্গা-খাল-খন্দ আগের মতই রয়েছে। রোগীদের হাসপাতালে আসতে অসুবিধা হচ্ছে ,এ ছাড়াও থানায় নানা কাজে আসা মানুষজনের দুভোর্গ বাড়ছে। দীর্ঘদিনের এই সমস্যা । এ ব্যাপারে আজ শুক্রবার পাবনা সড়ক ও জনপথ বিভঅগের নির্বাহী প্রকৌশলী সমীরন রায়কে মোবাইল করলে তিনি জানান, দ্বিতীয় ফেজে এই রাস্তার এক মাসের মধ্যে কাজ শুরু হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ