নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল সকালে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আবাসিক আন্তঃজেলা গ্রামীণ খেলার কোচ এবং জাজেস সেমিনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী সৈয়দা রুবিনা আক্তার মিরা। মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এম.পি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী ও গ্রামীণ খেলা সাব-কমিটির আহবায়ক কামরুন নাহার হীরু সহ অন্যরা। সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। সেমিনার পরিচালনা করছেন জাতীয় ক্রীড়া সংগঠক এবং লোকজ খেলাধুলার প্রধান প্রশিক্ষক ফয়েজ আহমেদ ও প্রশিক্ষক তানভীর আহমেদ।
আগামীকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের সমাপ্তি ঘোষনা ও সনদপত্র বিতরণ করবেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি শাইখ সিরাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।