বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
গত আলোচনায় আমরা আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি বিকাল ব্যয় করার কি মূল্য তা নিয়ে আলোচনা করেছিলাম। কোন কাজগুলো করলে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা হয়, সে কাজ এবং এ সম্পর্কে কোরআন কি বলেছে তা থেকে কিছু আয়াত এবং তার ব্যাখ্যা আলোচনা করেছিলাম। আজ আরও কিছু আল্লাহর রাস্তার কাজের পরিচয় এবং হাদিসে মুবারাকা থেকে কিছু উদ্ধৃতির প্রয়াস চালাব।
আল্লাহর পথে সময় ব্যয় করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে। (ক) হযরত আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহর পথে একটা সকাল এবং একটা বিকাল ব্যয় করা দুনিয়া ও এর যাবতীয় সম্পদ থেকে উত্তম। (সহীহ বুখারী : ৪/২৭৯২)। (খ) হযরত আবদুর রহমান ইবনে জাবের রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহর পথে যে বান্দার দু’পা ধুলায় মলিন হয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না। (সহীহ বুখারী : ৪/২৮১১)।
(গ) হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের ধনুক পরিমাণ স্থান তা থেকে উত্তম যার ওপর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। আল্লাহর রাসূল আরও বলেন, আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি বিকাল অতিবাহিত করা তা থেকে উত্তম যেখানে সূর্যের উদয়াস্ত হয়। (সহীহ বুখারী : ৪/২৭৯৩)। (ঘ) হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহর রাস্তায় মুসলিমরা যে যখম হয়, কিয়ামতের দিন তার প্রতিটি যখন আঘাতকালীন যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে। রক্ত ছুটে বের হতে থাকবে। তার রঙ হবে রক্তের রঙ কিন্তু গন্ধ হবে মিশকের মতো। (সহীহ বুখারী : ১/২৩৭)। (ঙ) হযরত আবাইয়াহ ইবনে রিফায়া রা. হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি যে, যার দু’পা আল্লাহর পথে ধূলি ধূসরিত হয়, আল্লাহপাক তার জন্য জাহান্নাম হারাম করেছেন। (সহীহ বুখারী : ২/৯০৭)।
আল্লাহর পথে আহ্বান করার জন্য সময় ব্যয় করাও আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা। এ প্রসঙ্গে আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি আপনার প্রতিপালকের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করুন। নিশ্চয়ই একমাত্র আপনার প্রতিপালকই জানেন যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং হেদায়েতপ্রাপ্তদের তিনি ভালোভাবেই জানেন। (সূরা নাহল : আয়াত ১২৫)। আরও ইরশাদ হয়েছে, ‘আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, অবশ্য আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। (সূরা হা মীম সিজদা : আয়াত ৩৩)।
দুই পর্ব মিলিয়ে এই নাতিদীর্ঘ আলোচনার সারমর্ম একটাই। আর তা হলো ‘আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা।’ মুমিন মুসলমানদের কর্ম প্রবাহে তা চির জাগরুক থাকুক, এটাই বাঞ্ছনীয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।