Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জুয়া চিরতরে বন্ধ করতে হবে’

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ক্যাসিনোতে এবং ক্লাব সমূহে জুয়া খেলার মাধ্যমে দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিক্ষিপ্ত করার পর ইসলাম, সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত জুয়াড়িদের বিরুদ্ধে সরকারের ক্যাসিনো অভিযান দেশের সর্বমহলে প্রশংসিত। ক্যাসিনোর মাধ্যমে বিগত দিনে বাংলাদেশের কয়েক লাখ হাজার কোটি টাকা লুটে নিয়েছে জুয়াড়িরা। দেশ ও জাতিকে এই জঘন্য অপরাধ থেকে রক্ষা করতে জুয়া খেলাকে চিরতরে বন্ধ এবং জুয়াড়িদের আড্ডাখানা সমূহকে চিরতরে উৎখাত করার জন্য দায়িত্বশীল মন্ত্রণালয়সমূহের প্রতি আহবান জানিয়ে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট এক বিবৃতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

তিনি আরো বলেন, এই জঘন্য অপরাধকে চিরতরে উৎখাত করার উদ্দেশে এই মহৎ উদ্যোগকে দেশের সকল বিবেকবান ঈমানদারগণ স্বতঃস্ফ‚র্ত সমর্থন দিয়ে যাচ্ছেন। এই সময়ে পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন কথা দেশবাসী সহ্য করবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘জুয়া

২৬ সেপ্টেম্বর, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ