মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইডেনের কিশোরী জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গকে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে। যেটি ‘অল্টারনেটিভ নোবেল প্রাইজ’ নামেও পরিচিত। এ বছর থানবার্গসহ মোট চারজন এই পুরস্কার পেয়েছেন। বুধবার ‘রাইট লাইভলিহুড ফাউন্ডেশন’ থেকে চার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। থানবার্গকে পুরস্কারের জন্য মনোনীত করার কারণ ব্যাখ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “তিনি বিজ্ঞানের বাস্তবতার ভিত্তিতে জলবায়ু পরিবর্তন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের রাজনৈতিক দাবিকে আরো জোরাল এবং বিস্তৃত করেছেন।” গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের শুরুতে এক বক্তৃতায় ১৬ বছরের থানবার্গ জলবায়ু পরিবর্তন রোধে ব্যর্থতার জন্য তীব্রভাষায় বিশ্বনেতাদের নিন্দা জানান। প্রায় এক বছর আগে জলবায়ু পরিবর্তন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সুইডেনের পার্লামেন্টের বাইরে একাই প্রতিবাদ জানানো শুরু করেন থানবার্গ। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।