মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং- আইএসপিআর- মঙ্গলবার বলেছে অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি থেকে বিশ্ববাসীর নজর অন্য দিকে ঘুরিয়ে দিতে চাচ্ছে ভারত। আইএসপিআর বলে, অনুপ্রবেশ/কথিত সন্ত্রাসী ক্যাম্পের উপস্থিতি নিয়ে ভারতীয়দের অভিযোগ আসলে পাতানো অপারেশন/দুঃসাহসিক অভিযান চালানোর অযুহাত মাত্র। এমন কাজ করার দুঃসাহস দেখালে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। আঞ্চলিক শান্তির জন্য পাকিস্তান সেনাবাহিনী যেকোন ম‚ল্যে যেকোন আগ্রাসনের সমুচিত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। সোমবার ভারতীয় সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত দাবি করেন যে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের শিবির সক্রিয় করা হয়েছে এবং সেখান থেকে ভারতে প্রবেশ করে সহিংসতা ছড়িয়ে দিতে ৫০০ সন্ত্রাসী অপেক্ষা করছে বলে তার কাছে খবর রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বলে, কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে না পেরে ভারতীয় সেনা কমান্ডাররা হতাশ হয়ে পড়েছেন। গত কয়েক দিন ধরে ভারতীয় কর্তৃপক্ষ ও সেনা অফিসাররা অভিযোগে করে আসছেন যে জম্মু-কাশ্মীরের মর্যাদা বাতিলের ভারতীয় সিদ্ধান্তের প্রতিশোধ নিতে সন্ত্রাসী শিবিরগুলো সক্রিয় করছে পাকিস্তান। গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হয়। এর জের ধরে ভারত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়ে জঙ্গি শিবির ধ্বংসের দাবি করে। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে ভারতের অন্তত একটি জঙ্গিবিমান ধ্বংস ও এর পাইলটকে আটক করে। পরে অবশ্য শুভেচ্ছার নিদর্শন হিসেবে পাইলটকে মুক্তি দেয়া হয়। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।