Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রতি ঘণ্টায় ভারতে ৪ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বারবার প্রচার সত্তে¡ও হেলমেট না পরে বাইক চালানোর কারণে প্রতি বছর ভারতে বহু লোকের মৃত্যু হচ্ছে। স¤প্রতি কেন্দ্রীয় সরকারের এক সমীক্ষা প্রতিবেদনে ভয়াবহ এই তথ্য উঠে এসেছে। বেসরকারি এক সংস্থার সঙ্গে যৌথভাবে সমীক্ষাটি চালায় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয়। ২০১৭ সালের সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয় মোটর সাইকেল আরোহীরা। পরিসংখ্যান বলছে, ওই বছর ভারতজুড়ে শুধু বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৮ হাজার ৭৪৬ জনের। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারজন বাইক আরোহী হেলমেট না পরার কারণে দুর্ঘটনায় মারা যাচ্ছেন। সমীক্ষার হিসাব বলছে, এই মৃত্যুর ৭৩.৮ শতাংশ ঘটনাই মাথায় হেলমেট না থাকার কারণে হয়েছে। সেক্ষেত্রে বাইকচালক বা বাইক আরোহীর মাথায় হেলমেট থাকলে এই মৃত্যু ঠেকানো যেতো। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ