Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে রাজা পেপার মিলে তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় সিলগালা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ৫:১৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেসার্স রাজা পেপার মিলস লিঃ এর তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় এবং কারখানায় বিভিন্ন শ্রেণির বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি পাঠ্যপুস্তক পাওয়া যাওয়ায় কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধসহ কারখানাটি সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন উপজেলার ফাঁসিতলা এলাকায় অবস্থিত রাজা পেপার মিলটি তরল বর্জ্য পরিশোধনাগার না থাকা কারখানাটিতে বিপুল পরিমাণ সরকারী বিক্রয় নিষিদ্ধ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন পাঠ্য বই পাওয়া যায়। দীর্ঘ দিন যাবত ওই পেপার মিলের উৎপাদন সৃষ্ট তরল বিষাক্তবর্জ্য পরিশোধন ব্যাতিত পার্শ্ববর্তী গজারিয়া খালে নির্গমণ করা হয়। এতে আসপাশের বহু গ্রামের মানুষের জন্য উপকারী ইছামতি গজারিয়া খালটি বহু কিলোমিটার জুরে চরমভাবে দুষিত হয়ে পড়ে। পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান ও জন বসতি এলাকার মানুষ পরিবেশ দূষিত হওয়ায় বিভিন্ন সময়ে নানাভাবে আন্দোলন করে আসছিল। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারী দৈনিক ইনকিলাবে “রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি, হুমকির মুখে কৃষি ও জীব-বৈচিত্র্য” শিরোনামে প্রথম একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ