Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অদ্ভুত মিউজিয়াম!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ১৯৯৪ সালে ‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’ নামের একটি অদ্ভুত সংগ্রহশালা গড়ে তোলা হয়। বর্তমানে ম্যাসাচুসেটস ছাড়াও, সামারভিল, ব্রুকলাইন আর সাউথ উইমেথ-এ রয়েছে -এর শাখা রয়েছে। সম্প্রতি ‘সিএনএন’র তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে এই মিউজিয়ামের নাম উঠে এসেছে। ফলে, এটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

নাম থেকেই আন্দাজ করা যায়, এই মিউজিয়ামে কি ধরনের শিল্প সামগ্রী সংগৃহীত রয়েছে। খারাপ, কদর্য, প্রশংসার অযোগ্য শিল্প সামগ্রী সযত্মে সাজানো রয়েছে এই সংগ্রহশালায়। মূলত, শিল্পের পিছনে শিল্পীর প্রচেষ্টা আর পরিশ্রমকে গুরুত্ব দেওয়া এবং ওই সব শিল্পীদের উৎসাহিত করার উদ্দেশ্যেই সংগ্রহশালা গড়ে তোলা হয়।
১৯৯৩ সালে আবর্জনায় পড়ে থাকা একটি তেলচিত্র (অয়েল পেন্টিং) দেখে প্রথম এই ধরনের মিউজিয়াম গড়ে তোলার কথা ভাবেন অ্যান্টিক সামগ্রীর ডিলার স্কট উইলসন। তার পর ১৯৯৪ সালে প্রথমে ম্যাসাচুসেটসে, পরে সামারভিল, ব্রুকলাইন আর সাউথ উইমেথ-এ গড়ে তোলা হয় ‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’। বর্তমানে ‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’-এর চারটি শাখা মিলিয়ে এমন ছ’শোরও বেশি শিল্পসামগ্রী রয়েছে যেগুলির কোনওটাই কখনও কোনও সমালোচক বা দর্শকের প্রশংসা পায়নি। বাতিল বা বিগড়ে যাওয়া এমনই শতাধিক শিল্পসামগ্রী দেখতে এখানে ভিড় করেন শত শত মানুষ।

‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’-এর গ্যালারি ঘুরে দেখে মনে হতেই পারে ছোটদের ‘বসে আঁকো প্রতিযোগিতা’য় আঁকা কাঁচা হাতের রং তুলিতে ভরে ওঠা অবিন্যস্ত, নিয়ন্ত্রণহীন ছবি দিয়ে সাজানো। এই গ্যালারির কোনও ছবি দেখে কখনও দ্য ভিঞ্চির ‘মোনালিসা’র ‘ব্যঙ্গ চিত্র’ মনে হতে পারে, তো কখনও কোনও ছবি আপনাকে ‘হামটি ডামটি’র কথা মনে করাবে। এ ছাড়াও প্যাস্টেল বা মোম রঙে আঁকা একাধিক ছবি রয়েছে এখানে যেগুলিকে থেকে কোনও শিশুর কাঁচা হাতের সৃষ্টি বলেই মনে হবে। সূত্র : বোস্টন নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ